বরিশালে বাস-থ্রি-হুইলারের ধর্মঘটের দ্বিতীয় দিন

নভেম্বর ০৫ ২০২২, ০৯:২৪

নিজস্ব প্রতিবেদক: পাল্টাপাল্টি দাবিতে বরিশালে বাস ও থ্রি-হুইলারের ৪৮ ঘণ্টার ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে। শনিবার (৫ নভেম্বর) সকাল থেকে অভ্যন্তরীণ ও দূর পাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। ঘোষণা ছাড়াই বন্ধ আছে অভ্যন্তরীণ ও বরিশাল-ঢাকা রুটের লঞ্চ চলাচলও।

বাস মালিক সমিতির নেতাদের দাবি, মহাসড়ক নিরাপদ রাখতে থ্রি-হুইলার বন্ধ করতে হবে। আর থ্রি-হুইলার মালিক শ্রমিক নেতাদের দাবি সর্বত্র থ্রি-হুইলার চলাচল করতে দিতে হবে। দুপক্ষের এমন ধর্মঘটে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। আর হঠাৎ করে অভ্যন্তরীণ ও বরিশাল-ঢাকা রুটের লঞ্চ চলাচল বন্ধ করার বিষয়ে এখনও কোনো কিছু জানাননি লঞ্চ মালিকরা।


এদিকে বিএনপি নেতাদের দাবি, বরিশালে বিভাগীয় গণসমাবেশকে বানচাল করতেই সড়ক, নৌপথ বন্ধ করা হয়েছে।
তারা জানিয়েছে, সমাবেশ সফল করতে পিরোজপুর, ঝালকাঠী, পটুয়াখালীসহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসছেন। গণপরিবহন ও লঞ্চ বন্ধ থাকলেও বিভিন্নভাবে নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন। তারপরও সড়কে বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাকর্মীরাও পৌঁছান বরিশালে।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিশেষ অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর চট্টগ্রামে প্রথম গণসমাবেশ করে বিএনপি। এরপর ১৫ অক্টোবর ময়মনসিংহে, ২২ অক্টোবর খুলনায় গণসমাবেশ করে দলটি। সবশেষ গত ২৯ অক্টোবর রংপুরে গণসমাবেশ করে দলটি। শনিবার বরিশালে এরপর আগামী ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী এবং ঢাকায় ১০ ডিসেম্বর মহাসমাবেশের মধ্য দিয়ে টানা তৃতীয় দফার কর্মসূচি শেষ হবে।
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও