রাত পোহালেই ‘বিচ্ছিন্ন’ বরিশালে বিএনপির গণসমাবেশ

নভেম্বর ০৫ ২০২২, ০৩:৩২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিএনপির গণসমাবেশ ঘিরে সড়ক ও নৌপথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে দেশের দক্ষিণের বিভাগ বরিশালে। ‘ধর্মঘটের’ কারণে গতকাল শুক্রবার থেকে বরিশাল মহানগর কার্যত সারাদেশ থেকে বিছিন্ন অবস্থায় রয়েছে। কেবল আকাশপথে উড়োজাহাজ চলাচল অব্যাহত রয়েছে।

এ অবস্থায় আজ শনিবার বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুরের পর এটি বিএনপির পঞ্চম বিভাগীয় গণসমাবেশ।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, অন্যান্য বিভাগীয় সমাবেশের আগে যা করা হয়েছে, সরকার বরিশালেও তাই করেছে।

এতে করে সরকারের অন্যায়ের বিরুদ্ধে বিএনপির যৌক্তিক দাবির পক্ষে এ অঞ্চলের মানুষকে আরও প্রতিবাদী করে তুলেছে। সে কারণে মানুষ সব বাধা পেরিয়ে এখনো স্রোতের মতো আসছে, যে যেভাবে পারছে।

বরিশাল মহানগরে বৃহস্পতিবার বিকাল থেকে সমাবেশের আমেজ শুরু হয়। বঙ্গবন্ধু উদ্যানে নেতাকর্মীদের উপস্থিতি সমাবেশে রূপ নেয়।গতকাল শুক্রবার সূর্যাস্তের আগেই বিপুলসংখ্যক নেতাকর্মীর স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশ এলাকা। আগত নেতাকর্মীর মধ্যে নারীরাও রয়েছেন। বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা একের পর এক মিছিল ঢুকছে সমাবেশের মাঠে।

ব্যানার-ফেস্টুনের পাশাপাশি দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসহ স্থানীয় নেতাদের ছবিসংবলিত প্ল্যাকার্ড ও মিছিল নিয়ে আসছেন তারা। সব মিলিয়ে উৎসবের আমেজ বিরাজ করছে বঙ্গবন্ধু উদ্যানে। এ সমাবেশ ঘিরে গত কয়েক দিন ধরে

মহানগর আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে এক ধরনের উত্তেজনা চলছে। এ নিয়ে মহানগরবাসীর মধ্যে আছে উৎকণ্ঠা। ভেতরে ভেতরে চাপা উত্তেজনাও কাজ করছে।

জেলহত্যা দিবস উপলক্ষে গতকাল বিকালে মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে ছাত্রলীগ মিছিল করেছে। নগরের বাইরে চরবাড়িয়া ইউনিয়নের কয়েকটি জায়গায় মিছিল করেছে আওয়ামী লীগ।

ছাত্রলীগ শতাধিক মোটরসাইকেল নিয়ে সদর রোডসহ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এ সময় কিছুটা উত্তেজনা দেখা দিলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা শহরে অবস্থান না করায় কোনো অঘটন ঘটেনি। তবে শহরের বাইরে বিভিন্ন প্রবেশপথে সরকারি দলের নেতাকর্মীরা শোডাউন করছে বলে অভিযোগ উঠেছে।

সমাবেশে কেন্দ্র করে নগরের প্রবেশপথে পুলিশের তল্লাশি চৌকি দেখা গেছে। সন্দেহভাজনদের দেহ তল্লাশি করে পুলিশ। শহরে বিভিন্ন সড়কে র‌্যাব-পুলিশের টহল দিয়েছে।

বিএনপি থেকে অভিযোগ করা হয়েছে, পরিবহন বন্ধ করে তাদের নেতাকর্মীদের আটকাতে ব্যর্থ হয়েছে সরকার। নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশ তল্লাশি চালায় বলেও অভিযোগ করে দলটি।

গত কয়েক দিনের পরিস্থিতি বর্ণনা করে গতকাল বিকালে বরিশাল নগরের অটোরিকশাচালাক মোজাহিদ বলেন, একদিকে বিএনপির নেতাকর্মীরা বরিশালে আসছেন, অন্যদিকে আওয়ামী লীগ মিছিল করেছে।

শুক্রবারও করেছে। এই নিয়ে চাপা উত্তেজনা আছে। নগরীর মধ্যে কোনো যানবাহন চলাচল করছে না। কিছু রিকশা চলছে। কিন্তু তার সংখ্যা কম।

গণসমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশের প্রধান বক্তা দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিশেষ অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান। তারা গতকাল বিমানযোগে বরিশালে পৌঁছেন।

যেভাবে নেতাকর্মীরা পৌঁছান বরিশালে : গত বৃহস্পতিবার লঞ্চ এবং গতকাল শুক্রবার থেকে ছোট-বড় যান চলাচল বন্ধ হওয়ার আগেই বরগুনা, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি এবং বরিশাল জেলার ৪২ উপজেলা থেকে নেতাকর্মীরা বরিশাল মহানগরীতে প্রবেশ করতে থাকেন।

গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময়ও বিভিন্ন জেলা থেকে ট্রলার ও বালুবাহী জাহাজ-বাল্কহেড করে রওনা হন নেতাকর্মীরা।

সমাবেশ মাঠে কথা হয় বিএনপির শ্রমবিষয়ক সহসম্পাদক ফিরোজ উজ জামানের সঙ্গে। তিনি বলেন, ধর্মঘট শুরুর আগে বরগুনা থেকে ট্রলার ও বাল্কহেড ভাড়া করে এ পর্যন্ত চার হাজার নেতাকর্মীরা বরিশালে এসেছেন।

তাদের একটি অংশ সমাবেশস্থলে তাঁবু টেনে সেখানেই রান্নাবান্না, ঘুম, খাওয়া দাওয়া এবং নামাজ আদায় করছেন। শুক্রবার রাত ২টা থেকে ৩টার দিকে আরও ৮-৯ হাজার নেতাকর্মী ট্রলার ও বাল্কহেডে বরিশালে পৌঁছবেন। ইতোমধ্যে রওনা দিয়েছেন তারা।

বিকালে সমাবেশস্থলে কথা হয় মির্জাগঞ্জ থানা মহিলা দলের সভানেত্রী রাশেদা খান মঞ্জুর সঙ্গে। তিনি বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমরা যাতে সমাবেশে না আসি সেজন্য হুমকি-ধমকি দিয়েছে। গাড়ি বন্ধ করে দিয়েছে। এ জন্য আমরা সমাবেশের আগের দিন হেঁটে, রিকশা দিয়ে সমাবেশে চলে আসছি। রাতে মাঠেই থাকব।’

বরগুনা থেকে শুক্রবার সকালে সমাবেশস্থলে এসেছেন ষাটোর্ধ্ব আব্দুল লতিফ ফরাজী। তিনি বলেন, ট্রলার করে দুই দিন আগে রওনা দিয়ে শুক্রবার সমাবেশস্থলে পৌঁছেছেন। বাধার কারণে সড়কপথে আসতে না পেরে নৌপথে এসেছেন বলে জানান তিনি।

একই এলাকার দুলাল ফরাজী বলেন, ‘খালেদা জিয়াকে ভালোবাসি, তার মুক্তি চাই। দেশের বর্তমান অবস্থা অত্যন্ত খারাপ। যার জন্য খালেদা জিয়াকে এই মুহূর্তে দরকার। এই জন্য আমরা তার মুক্তি চাই। সরকারের অত্যাচারে টিকতে পারতেছি না। অত্যাচার থেকে মুক্তি চাই।’

ক্রমেই বাড়তে থাকে জমায়েত : গতকাল শুক্রবার বিকালে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, বঙ্গবন্ধু উদ্যানে মাঠের উত্তর ও দক্ষিণে প্রবেশপথ দিয়ে একের পর মিছিল প্রবেশ করছে। কাপড় চোপড়ের ব্যাগ নিয়ে রাতে থাকার প্রস্তুতি তাদের রয়েছে।

বিকাল পৌনে ৫টার দিকে ভোলা জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীরের নেতৃত্বে একটি মিছিল মাঠের দক্ষিণদিকের পথ দিয়ে প্রবেশ করে। এ ছাড়া বিভিন্ন উপায়ে ট্রলারে বরিশালে পৌঁছেছেন। নগরের মধ্যে একত্রিত হয়ে মিছিল করে সমাবেশ মাঠে পৌঁছান তারা।

এভাবে পিরোজপুর, বরগুনাসহ বিভিন্ন জেলা-উপজেলার নেতাকর্মীরা একের পর মিছিল নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন। সমাবেশস্থলে যে কমিটি মিছিল নিয়ে আসছে সমাবেশের মাইকে তাদের পরিচয় জানানো হয়। দীর্ঘ যাত্রা শেষে আসা নেতাকর্মীদের অনেকেই মাঠে কাপড় বিছিয়ে শুয়ে পড়েন, গল্প করে সময় কাটান।

ঋতু পরিবর্তনের এ সময়ে মৃদু শীতে ঠাণ্ডা লাগার ঝুঁকি উপেক্ষা করে অনেক বয়োবৃদ্ধ লোকও সমাবেশস্থলে আগেভাগে এসে অবস্থান নেন। তাদের অনেকে গত বৃহস্পতিবার দুপুর থেকে মাঠে অবস্থান নেন। খোলা আকাশের নিচে রাতযাপন করেন তারা। এদের মধ্যে অনেকে প্রত্যক্ষভাবে দলীয় রাজনীতিতে সম্পৃক্ত নন।

তাদের মধ্যে একজন বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফজলুল হক (৭০)। তিনি জানান, শুক্রবার সকাল থেকে যানবহন বন্ধ হয়ে যাবে, তাই বৃহস্পতিবার রাতেই সমাবেশের মাঠে পৌঁছেন তিনি।

দুরাত মাঠে কাটাবেন। সরকারের ওপর ক্ষোভ ঝেড়ে তিনি বলেন, ‘কৃষকদের চাষ করতে বলে, কিন্তু সারের কেজি ২৮ টাকা। যা আগে ছিল ১২টাকা। আটার কেজি ৬০ টাকা।

চিনির কেজি ১১০ টাকা হলেও বাজারে পাওয়া যায় না। ওরা (সরকার) আমাদের মারতে চায়, এর প্রতিবাদে বিএনপির জনসভায় অংশ নিয়েছি।’

শুধু বরিশাল অঞ্চল নয়, দলের টানে দেশের অন্যান্য জেলা থেকেও বিক্ষিপ্তভাবে কিছু নেতাকর্মী এসেছেন বরিশালে। তাদেরই দ্জুন চট্টগ্রামের পতেঙ্গা থেকে আসা দুই বিএনপি নেতা মামুনর রশিদ ও ইমাম হোসেন।

তারা জানান, পরিবহন বন্ধ হয়ে যাবে তাই বৃহস্পতিবার বরিশালে পৌঁছেছেন। গাইবান্ধা জেলা মহিলা দলের দুই নেত্রীর মাথায় দলীয় ব্যান্ড বেঁধে মাঠ চষে বেড়াতে দেখা গেছে।

সমাবেশ মাঠে জুমার নামাজ আদায় : গণসমাবেশের মাঠেই গতকাল জুমার নামাজ আদায় করেন সেখানে অবস্থান নেওয়া নেতাকর্মীরা।

কেন্দ্রীয়, স্থানীয় ও বরিশালের বিভিন্ন জেলা-উপজেলার নেতারাও তাদের সঙ্গে নামাজ আদায় করেন। নামাজ শেষে বিভাগীয় গণসমাবেশ সফল করতে দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেও দোয়া করা হয়।

দুপুরে সমাবেশস্থল ঘুরে দেখা যায়, এখানে মূলত বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলার নেতাকর্মীরা আগেভাগে অবস্থান নিয়েছেন। বরগুনা থেকে আসা বিএনপি কর্মী মো. লিমন বলেন, ‘আমরা বৃহস্পতিবার রাতেই এখানে এসেছি। সমাবেশ ঘিরে বাস ও অন্য যানবাহন বন্ধ করে দেওয়ায় আগেভাগে চলে এসেছি।

রাতে এখানেই থাকতে হয়েছে। আজ জুমার নামাজ আদায় করলাম। ভালোই লাগছে। এটা আমাদের জন্য নতুন এক অভিজ্ঞতা।’ এভাবে নামাজ আদায় করতে গিয়ে গণপরিবহন বন্ধের কঠোর সমালোচনা করেন ভোলা থেকে আসা আজিজুর রহমান নামের এক বিএনপি কর্মী।

পটুয়াখালী প্রতিনিধি জানান, পটুয়াখালীতে গতকাল সকাল থেকে ধর্মঘটের কারণে জেলার অভ্যন্তরীণ সব রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কে তিন চাকার যান ও অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ধর্মঘট ডাকে পটুয়াখালী জেলা বাস মালিক সমিতি।

তবে পটুয়াখালী জেলা বিএনপির সদস্যসচিব শ্রেহাংশু সরকার কুট্টিসহ নেতারা বলেছেন, বরিশাল বিভাগীয় গণসমাবেশে পটুয়াখালী থেকে যাতে দলীয় নেতাকর্মীরা উপস্থিতি হতে না পারেন সে জন্য ধর্মঘটের নামে বাস বন্ধ রাখা হয়েছে।

সরেজমিন দেখা যায়, অভ্যন্তরীণ রুটের বাসগুলো বাস টার্মিনালে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে। বাস বন্ধ থাকায় গতকাল মহাসড়কজুড়ে দেখা যায়, তিন চাকার কিছু অটোরিকশা চলাচল করছে।

সুদিপ কুমার (৩২) নামের একজন পর্যটক বলেন, ‘ঢাকা থেকে পটুয়াখালী পর্যন্ত এসেছি লঞ্চে। ভেবেছিলাম পটুয়াখালীর সৌন্দর্য দেখে বাসে করে কুয়াকাটা যাব।

কিন্তু বাসস্ট্যান্ড এসে শুনি বাস ধর্মঘট চলছে। এখন বেশি টাকা দিয়ে ভাড়ায়চালিত মোটরসাইকেলে কুয়াকাটা যেতে হচ্ছে।’ এ ছাড়া বাস ধর্মঘটের খবরে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় পর্যটকদের আগমন কমে গেছে বলে জানান কুয়াকাটা হোটেল মোটেল ওনার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ।

পিরোজপুর প্রতিনিধি জানান, পিরোজপুরে অভ্যন্তরীণ ও দূরপাল্লার ১২ রুটে সব বাস চলাচল বন্ধ রয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন জানান, গণসমাবেশে লোক সমাগম ঠেকাতে ক্ষমতাসীন দলের ষড়যন্ত্রের অংশ হিসেবে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও