জমিতে নেমে কৃষকদের সঙ্গে ধান রোপণ করলেন এমপি শাওন
ফেব্রুয়ারি ২১ ২০২৩, ২৩:৪৬
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: হাতে ধানের চারা, কাদামাটি ও কাদাপানির জমিতে নেমে কৃষকদের সঙ্গে ধান রোপণ করলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এ সময় তার ধান রোপণ দেখতে জমির কিনারে ভিড় করেন উৎসুক জনতা।
মঙ্গলবার দুপুরে তজুমদ্দিন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চাঁদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন এমপি শাওন।
সমাবেশস্থলে যাওয়ার সময় ওই ওয়ার্ডের কালাশা মারকাজ মসজিদসংলগ্ন জমিতে কৃষককে বোরো ধান রোপণ করতে দেখে গাড়ি থামিয়ে জমিতে নেমে পড়েন তিনি।
একজন সংসদ সদস্যকে মাটি, কাদাপানি মাড়িয়ে জমিতে নামতে দেখে প্রথমে বিচলিত হয়ে হন কৃষকরা। পরে তাদের কাছ থেকে ধানের গোছা নিয়ে একত্রে সারিবদ্ধভাবে ধান রোপণ করতে থাকেন শাওন। তা দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন কৃষকরা।
সংসদ সদস্যের ধান রোপণকে কৃষকদের প্রতি সম্মান বলে অবিহিত করেন উপস্থিত জনতা।
এমপি শাওন বলেন, এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়ন করার লক্ষ্যে ও কৃষকদের উদ্বুদ্ধকরণে এ প্রয়াস।
বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে অবদান রাখছেন কৃষকরা। কৃষিতে আগ্রহ বাড়াতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কৃষি যন্ত্রাংশ দিয়ে সহযোগিতা করে যাচ্ছে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আ/ মাহাদী







































