ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে কাউন্সিলরকে কুপিয়ে জখম

ফেব্রুয়ারি ২০ ২০২৩, ১০:৪১

অনলাইন ডেস্ক :: বরগুনার বেতাগীতে দলীয় শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি রফিকুল ইসলামের বহিষ্কার আদেশ ও তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ থামাতে গিয়ে বেতাগী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, রবিবার (১৯ ফ্রেরুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

রবিবার বিকালে রফিকুল ইসলামের অনুসারীদের আয়োজনে উপজেলা ছাত্রলীগের ব্যানারে বেতাগী সরকারি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু স্কয়ারে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশ শেষে সন্ধ্যা ৬টার দিকে বিক্ষোভ মিছিলটি টাউনব্রিজ এলাকা থেকে যাওয়ার পথে জেলা ছাত্রলীগের সহসভাপতি রফিকুল ইসলামের সমর্থকদের মাঝে বিরোধের সৃষ্টি হয়। বেতাগী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন টাউনব্রিজ এলাকায় তাদের থামানোর চেষ্টা করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাৎক্ষণিক তাকে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, ‘রফিকুল ইসলামের সন্ত্রাসী বাহিনী জিআইপাইপ, বগি দা, ছেনা দিয়ে কুপিয়ে আমাকে জখম করেছে।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, এখনো কেউ কোন অভিযোগ দায়ের করেনি। তবে অভিযোগ দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার বেতাগী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রফিকুল ইসলামের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী দা দিয়ে এলোপাতাড়ি কোপা বলে অভিযোগ উঠে। এ ঘটনা শনিবার (১৮ ফ্রেরুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা ছাত্রলীগের সহসভাপতি রফিকুল ইসলামকে বহিষ্কার করার তথ্য জানানো হয়।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও