বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বহিষ্কার

ফেব্রুয়ারি ১৯ ২০২৩, ১১:১০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রফিকুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হযেছে, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্না হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. রফিকুল ইসলামকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারের বিষযে জানতে বরগুনা রফিকুল ইসলামকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।এদিকে শুক্রবার আরেক বিজ্ঞপ্তিতে আরও তিন সহ-সভাপতির বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সাত দিনের মধ্যে তার জবাব চেয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। তারা হলেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ মোল্লা, মো. সাকিব ফরাজি ও প্রত্যয় দেব প্রান্ত।

বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ মোল্লা বলেন, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ হয়েছে এমন কোনো কর্মকাণ্ড আমার জানা মতে করিনি। যেহেতু কেন্দ্রীয় ছাত্রলীগ জবাব চেয়েছে, তাই দ্রুত তাদের কাছে লিখিত আকারে দেবো।

এসব বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও