রাজাপুরে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

ফেব্রুয়ারি ১৫ ২০২৩, ১৩:৪৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে রাব্বাী (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আঙ্গারিয়া গ্রামে বৈদ্যুতিক পাম্পের সাহায্যে গাছে পানি দেওয়ার সময় ঘটনা ঘটে।

রাব্বী রাজাপুর সদর ইউনিয়নের আঙ্গারিয়া এলাকার আব্দুল রহিম হাওলাদারের ছেলে।

নিহতের পরিবার জানায়, মঙ্গলবার রাতে দিনমজুর রাব্বী তাদের নতুন বাড়িতে রোপণ করা গাছে বৈদ্যুতিক পাম্পের সাহায্যে পানি দিচ্ছিল। তখন এ ঘটনা ঘটে।

স্থানীয়রা উদ্ধার করে রাব্বীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রাজাপুর থানার এসআই অচিন্ত্য কুমার পাল জানায়, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

আ/ মাহাদী

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও