ভোলায় মিলল ৮ম গ্যাস কূপ: দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট উত্তোলনের আশা

ফেব্রুয়ারি ১৩ ২০২৩, ২০:১১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলায় নর্থ-২ নামের নতুন একটি কূপে এ গ্যাসের সন্ধান পেয়েছেন বাপেক্স। এ নিয়ে জেলায় মোট ৮ টি কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে।

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশায় নতুন গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স। সম্প্রতি ভোলা নর্থ-২ নামে ওই কুপে পরীক্ষামূলকভাবে আগুন প্রজ্জ্বলন করা হয়েছে।

সেখানে প্রতিদিন ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে বলে ধারণা করেছেন বাপেক্স। এ কূপে মাটির সাড়ে ৩ হাজার ফুট তলদেশে ৫ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। সেখানে প্রতিদিন ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে।

বাপেক্সের ভূ-তাত্ত্বিক বিভাগের মহা ব্যবস্থাপক মোঃ আলমগীর হোসেন, পরীক্ষা-নিরীক্ষার পর ভোলায় আরও কূপ খননের পরিকল্পনার কথা জানান।

প্রাকৃতিক এই সম্পদ কাজে লাগিয়ে জেলার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বেকার যুবকদের কর্সসংস্থান করার দাবি জানান এ জেলার মানুষ।

বিচ্ছিন্ন এই দ্বীপে শিল্পকারখানা গড়ার পাশাপাশি আবাসিক লাইনে তা ব্যবহারের দাবি জানাচ্ছেন তারা। এ দাবিতে ”ভোলায় ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটি” একের পর এক মানববন্ধনসহ বিভিন্ন কর্মসুচী পালন করে আসছে।

গ্যাসের সম্ভাবনাকে কাজে লাগালে জেলার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বেকার যুবকদেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে মনে করছেন সচেতন মহল।

ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম বলেন, সঠিক ভাবে গ্যাস কে কাজে লাগাতে পাড়লে ভোলায় অর্থনৈতিক নতুন দুয়ার খুলবে।

১৯৯৪-৯৫ সালের দিকে ভোলার বোরহানউদ্দিনে প্রথম শাহবাজপুর গ্যাস আবিস্কার হয়। পর্যায়ক্রমে সেখানে ৫ টিসহ জেলার আরও ৪ টি পয়েন্টে মোট ৮ টি কুপ খনন করে বাপেক্স। এখন পর্যন্ত জেলায় মোট গ্যাস মজুদের পরিমান ১.৫ টিসিএফ ঘটনফুট।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও