একসঙ্গে দুই প্রেম, একজনকে বিয়ে করে অন্যজনকে হত্যা

ফেব্রুয়ারি ০৫ ২০২৩, ১৫:৪৯

অনলাইন ডেস্ক :: বহুল আলোচিত মুন্সিগঞ্জে স্কুলছাত্রী জেসিকা মাহমুদ (১৬) ওরফে জেসি হত্যার ঘটনার রহস্য উদঘাটন করেছে র‌্যাব।

র‌্যাব বলছে, আসামি এক জনের সঙ্গে প্রেম করে অন্যজনকে বিয়ে করার কারণে মূলত এই হত্যার ঘটনাটি ঘটে। বিষয়টি জানাজানি হবার পর বর্তমান বউকে নিয়ে প্রেমিকাকে হত্যা করেন আসামি বিজয় রহমান ও আদিবা আক্তার দম্পতি।

র‌্যাব জানায়, এই দুজন বর্তমানে স্বামী-স্ত্রী। তারা দুইজনে মিলে জেসিকে হত্যা করে। জেসি হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি বিজয় রহমানকে রাজধানীর ওয়ারী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এর আগে এই ঘটনায় অন্য আসামি আদিবা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) র‌্যাব মিডিয়া সেন্টার কারওয়ানবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা পরিচালক পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

র‌্যাব জানায়, জেসি ছিলেন আসামি বিজয়ের প্রেমিকা। তিনি দুজনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছিলেন। প্রথম প্রেমিকা জেসিকে না জানিয়ে বিজয় অপর প্রেমিক আদিবাকে গোপনে বিয়ে করেন। পরে বিষয়টি জেসি মেনে নিতে পারছিলেন না। সেজন্য তাকে বোঝানোর জন্য বাসায় ডেকে নিয়ে হত্যা করেন বিজয় ও আদিবা।

সংবাদ সম্মেলনে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, এর আগে শনিবার (৪ ফ্রেব্রুয়ারি) ঘটনার মূল আসামি বিজয়কে গ্রেপ্তার করা হয়। হত্যায় জড়িত দুই জনেই স্বামি স্ত্রী মিমাংসার জন্য তারা জেসিকে ডাকে সঠিক মত মিমাংসা না হলে তারা তাকে হত্যার পরিকল্পনা করে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী জেসিকে হত্যা করা হয়।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও