৮০ হাজার ইয়াবাসহ যুবক আটক

নভেম্বর ০২ ২০২২, ১০:১৪

অনলাইন ডেস্ক :: কক্সবাজারের টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবা বড়িসহ ওমর ফারুক (২০) নামে এক মাদক কারবারিকে আটক করেছেন বিজিবি সদস্যরা। যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৪৩ লাখ ৫ হাজার টাকা।

মঙ্গলবার রাতে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে এসব মাদক উদ্ধার করা হয়।

এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করে বিজিবি। আটক ফারুক আলীখালী এলাকার দুদু মিয়ার ছেলে।

টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি অটোরিকশা দমদমিয়া সড়কের চেকপোস্টে পৌঁছলে গাড়িটিতে তল্লাশি চালান বিজিবি সদস্যরা।

এ সময় অটোরিকশায় লুকানো ৮০ হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করে এবং অটোরিকশাটি জব্দ করা হয়। আইনি কার্যক্রম শেষে জব্দ মাদক ও সিএনজিসহ আটক যুবককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আমার বরিশাল/ আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

এক্সক্লুসিভ আরও