বরগুনায় পাঠ্যপুস্তক বিতরণ উৎসব ২০২৩

জানুয়ারি ০১ ২০২৩, ১৩:৩৯

বরগুনা প্রতিনিধি: শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বরগুনা সদর উপজেলার অডিটিয়ামের হলরুমে সকাল দশটার সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করেন। এ সময় প্রধান অতিথি ছিলেন জনাব হাবিবুর রহমান বরগুনা জেলা প্রশাসক।

বিশেষ অতিথি জনাব আলহাজ্ব জাহাঙ্গীর কবির চেয়ারম্যান জেলা পরিষদ বরগুনা। বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুর রাজ্জাক। মোহাম্মদ মনিরুল ইসলাম উপজেলা চেয়ারম্যান।

বরগুনা সদর উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার জনাব মোঃ আরিফুল ইসলাম।এটিও সুব্রত প্রমুখ। বই উৎস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ কাওছার হোসেন।

প্রধান অতিথি কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। শিক্ষার্থীরা নতুন বছরে নতুন বই পেয়ে আনন্দ উল্লাস করে। অভিভাবকও শিক্ষার্থীদের সাথে প্রধান অতিথি শিক্ষনীয় বিষয় নিয়ে মত বিনিময় করেন।

তিনি আরো বলেন যাদের জন্য এই দেশের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে তাদেরকেও জানতে হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক বলেন ইতিমধ্যে বরগুনা জেলায় চাহিদার পাঠ্যপুস্তক আমাদের মাঝে এসে পৌঁছেছে।জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণে কোন কমতি হবে না।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও