পাথরঘাটায় গলায় ফাঁস দিয়ে দুই সন্তানের মায়ের ‘আত্মহত্যা’

জানুয়ারি ০১ ২০২৩, ১৩:২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার পাথরঘাটায় পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জননী মোসা. সাবিনা বেগম ফুর্তি (২৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার (১ জানুয়ারি) ভোরের দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
সাবিনা কাকচিড়া ইউনিয়নের বাইনতলা এলাকার কামাল ফরাজীর মেয়ে ও নাচনাপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সিদ্দিক হাওলাদারের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছে পাথরঘাটা থানা পুলিশ। পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে ঘুমাতে যায় সাবিনা। ফজরের নামাজ শেষে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। পরে বাড়ির পেছনের আম বাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়।

পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করতে পারে বলে ধারণা পরিবারের সদস্যদের। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ শাহ আলম হাওলাদার বলেন, ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও