পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

ডিসেম্বর ২৮ ২০২২, ১৮:২৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার পাথরঘাটায় ইট টানা টমটমের নিচে চাপা পড়ে খাদিজা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের ঘুদিঘাটা ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খাদিজা বেগম একই এলাকার মো: হানিফ মিয়ার স্ত্রী। নিহতের বড় ছেলে মামুন জানান, তার মা কাজের জন্য বাড়ি থেকে ফেরিঘাট এলাকায় যাওয়ার পথে পিছন থেকে একটি ইট টানা টমটম চাপা দিয়ে চলে যায়।

এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে তার কাছে গেলে ঘটনাস্থলেই তার মা নিহত হন। পরে টমটমটি ইটের ভাটা থেকে আটক করা হলেও ড্রাইভারকে পাওয়া যায়নি।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহ আলম জানান, ঘটনা শোনার সাথে সাথেই ঘটনাস্থলে এসেছি। লাশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও