রোববার (২৫ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে আব্দুর রহমানসহ ১০ জন হাফেজদের সমাপনী সংবর্ধনা, পাগড়ী প্রদান শেষে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
আব্দুর রহমান বরগুনা পৌর এলাকার বাসিন্দা। তার বাবা সৌদি প্রবাসী আব্দুল আজিজ। সে বরগুনা পৌর শহরের ডিকেপি রোডে অবস্থিত ব্যতিক্রমী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান বাবে জান্নাত মাদরাসার ছাত্র।
বরগুনা পৌর এলাকার ডিকেপি রোডে বাবে জান্নাত মাদরাসার হিফজ বিভাগ ছাত্রদের সংবর্ধনা, পাগড়ী প্রদান অনুষ্ঠানে মাওলানা মুহা. আবু হাসান বলেন, হিফজ শুরু করার পরই আমরা আব্দুর রহমানের মধ্যে ভিন্ন রকমের প্রতিভা দেখতে পাই। সে মাত্র ৯ মাসে হিফজ সমাপ্ত করেছে-আলহামদুলিল্লাহ। তবে সে খুব চঞ্চল প্রকৃতির, যদি একমনে সময় কাজে লাগাত তাহলে সে আরও অল্প সময়ে হাফেজ হতে পারত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার পরিচালক মাও. আবু হাসান। বাবে জান্নাত মাদরাসার শিক্ষক হাফেজ মো. নূরে আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার ইসলামী মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল করিম।
বিশেষ অতিথি ছিলেন মাওলানা হারুন অর রশিদ। সাবেক ভাইস চেয়ারম্যান মহিবুল্লাহ হারুন।







































