বরিশালে গণসমাবেশ সফল করতে পিরোজপুরে লিফলেট বিতরণ
নভেম্বর ০১ ২০২২, ১৩:০৭
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিভাগীয় গণসমাবেশ সফল করতে পিরোজপুরের লিফলেট বিতরণ ও জনসংযোগ করেছে নাজিরপুর উপজেলা যুবদল।
সোমবার বিকেলে উপজেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম শাফিকের নেতৃত্বে নাজিরপুর উপজেলা যুবদলের নেতাকর্মীরা নাজিরপুর-বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের নাজিরপুর উপজেলার খেজুরতলা বাজারে এই জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
উপজেলা যুবদলের সভাপতি মো: শাফিকুল ইসলাম বলেন, আগামী ৫ নভেম্বর বরিশালের গণসমাবেশে জনসম্পৃক্ততা বাড়াতে ও সমাবেশ সফল করতে সাধারণ মানুষের মধ্যে এই জনসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি পালন করা হচ্ছে।
তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের আকাশছোঁয়া মূল্য বৃদ্ধির কারণে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সেই সিংহভাগ মানুষকে আমরা জানাতে এসেছি, তাদের এই কষ্ট লাঘবের জন্য বিএনপি রাজপথে এসেছে।
আ/মাহাদী