পিরোজপুরে ১৪ লাখ টাকাসহ এজেন্ট ব্যাংক মালিক নিখোঁজ
ডিসেম্বর ২২ ২০২২, ১৫:২৩
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৪ লাখ টাকাসহ মো. আসাদুল হক আসাদ (৪০) নামের ব্র্যাক ব্যাংকের এক এজেন্ট মালিক নিখোঁজ হয়েছেন।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নিখোঁজ আসাদের স্ত্রী আখতার জাহান খান মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
নিখোঁজ আসাদুল হক শহরের পশ্চিম কলেজ রোড এলাকার মৃত ফজলুল হক মাস্টারের ছেলে।জিডি সূত্রে জানা গেছে, আসাদুল হক মঙ্গলবার সকালে একটি ব্যাগে করে ১৪ লাখ টাকাসহ মোটরসাইকেলযোগে বাসা থেকে বের হয়। এর কিছুক্ষণ পর আসাদের স্ত্রী আখতার জাহান তার ব্যবহৃত মুঠোফোন নম্বরে ফোন দিলে ফোনটি বন্ধ পান।
পরে খোঁজা-খুঁজির একপর্যায়ে এজেন্ট ব্যাংক মালিক আসাদের ব্যবহৃত মোটরসাইকেলটি চাবিসহ শহরের কে এম লতিফ সুপার মার্কেটে দেখতে পেলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, ব্যাংক এজেন্ট মালিক নিখোঁজের ঘটনায় তার স্ত্রী মঙ্গলবার রাতে থানায় সাধারণ ডায়েরি করেছেন। আমরা সকল থানায় বেতার বার্তা পাঠিয়েছি।’
আ/ মাহাদী







































