পিরোজপুরে ১১৮ প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ

ডিসেম্বর ২০ ২০২২, ১০:৪৭

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরে ১১৮ প্রাথমিক বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ হয়ে পড়ায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পাঠদান কার্যক্রম। শিক্ষার্থী ও শিক্ষকরা ভবন ‘ভেঙে পড়ার আতঙ্কে’ মনোযোগ দিতে পারছে না শিক্ষা কার্যক্রমে। শিক্ষা বিভাগ জানিয়েছে, পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে নির্মাণ করা হবে নতুন ভবন।

জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয় ভবনে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল, খুলে পড়েছে পলেস্তারা। ভেঙে গেছে দরজা ও জানালা। পিরোজপুরে শতাধিক প্রাথমিক বিদ্যালয় ভবনের এরকম বেহাল দশা। এ অবস্থায় বেশি ঝুঁকিপূর্ণ ভবন পরিত্যক্ত ঘোষণা করে বিদ্যালয় সংলগ্ন ফাঁকা স্থানে বাঁশ-টিনের ছাউনি দিয়ে বানান হয়েছে বিকল্প শ্রেণি কক্ষ।

আতঙ্কে সঠিক শিক্ষা পরিবেশ না পাওয়ায় ব্যহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এমনটাই বলছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। তাদের দাবি, এসব ভবন পুনর্নির্মাণের।

পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি বলেন, পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে নির্মাণ করা হবে নতুন ভবন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দেয়া তথ্য মতে, ৯৯২টি বিদ্যালয়ের মধ্যে, পাঠদান কার্যক্রম ঝুঁকিপূর্ণ ১১৮টি বিদ্যালয়ে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও