বরিশালে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ডিসেম্বর ১৭ ২০২২, ১৮:৫৩
রুপন কর অজিত ॥ বরিশালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযানে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ শনিবার (১৭ ডিসেম্বর) নগরীর ফিসারি রোড ও নবগ্রাম এ অভিযান পরিচালনা হয়। এ সময় বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে একটি হমিও মেডিসিন ও তিনটি মুদি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সাফিয়া সুলতানা ও সহকারী পরিচালক সূমি রানী মিত্র। অভিযানের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।
অভিযানকালে স্থানীয়দের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।








































