বিজয় দিবসে নারায়ণগঞ্জ থেকে সাইকেল চালিয়ে কুয়াকাটায়
ডিসেম্বর ১৭ ২০২২, ১০:২৭
কুয়াকাটা প্রতিনিধি: বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ থেকে ৩০০ কিলোমিটার সাইকেল চালিয়ে কুয়াকাটায় এসেছেন দুই যুবক। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ শহর থেকে যাত্রা শুরু করেন তারা। শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় কুয়াকাটায় এসে পৌঁছান।
নারায়ণগঞ্জ শহরের বাসিন্দা মেহেদী হাসান শুভ ও সরোয়ার হোসেন রাকিব। তারা নারায়ণগঞ্জ বিডি সাইক্লিস্ট গ্রুপের সদস্য এবং দুজনই চাকরিজীবী। পেশাগত জীবনের পাশাপাশি শখের বশে সাইক্লিং করে থাকেন। আর এরই অংশ হিসেবে বিজয় দিবস উপলক্ষে কুয়াকাটায় ভ্রমণের উদ্যোগ নেন তারা। তাই নারায়ণগঞ্জ থেকে ৩০০ কিলোমিটার সাইকেল চালিয়ে কুয়াকাটায় আসেন এবং সাইকেল চালিয়েই নারায়ণগঞ্জ যাবেন তারা।
মেহেদী হাসান বলেন, ‘আমি প্রফেশনাল ফটোগ্রাফার। পাশাপাশি সাইক্লিং করে থাকি আমাদের গ্রুপে। সময় থাকলেও দূরে কোথাও সাইকেল ভ্রমণ করা হয় না। তবে বিজয় দিবসের ছুটিতে আমি আর আমার বন্ধু কুয়াকাটায় আসার পরিকল্পনা অনেক দিনের। অবশেষে আমরা সফল। খুবই ভালো লাগছে।’

তিনি আরও বলেন, ‘সাইকেল চালিয়ে আসতে কোনো সমস্যা হয়নি। তবে কষ্ট পেয়েছি পদ্মা সেতুতে সাইকেল চালাতে দেয়নি। পিকআপে সাইকেল নিয়ে পদ্মা পাড়ি দিয়েছি।’
আরেক সাইক্লিস্ট সরোয়ার হোসেন বলেন, ‘আমরা ৭১ এর বিজয় দেখিনি, তবে আজ মাইলের পর মাইল দেশের সৌন্দর্য উপভোগ করেছি। এ এক অসাধারণ দৃশ্য। জীবনের স্মরণীয় এক মুহূর্ত। শনিবার রাতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবো।’








































