বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মিজান গ্রেফতার
ডিসেম্বর ১৪ ২০২২, ১৮:৩৯
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীতে ইয়াবাসহ চরমোনাই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা মিজান মুন্সি গ্রেফতার হয়েছেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরী বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ছয় পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এসময় বিপুল পরিমাণ ইয়াবাসহ মিজান মুন্সির সহযোগী পালিয়েছে বলে নিশ্চিত করেন আলেকান্দা ফাঁড়ির ইনচার্জ।
সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরমোনাই গ্রামের মৃত নজির মুন্সি দীর্ঘদিন ধরে চরমোনাই সহ এর আশেপাশের এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিলো।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার এসআই রুনু সরকার বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের মাদকবিরোধী অভিযানে ৬পিচ ইয়াবা সহ আটক করা হয়েছে মিজান নামে একজনকে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে স্থানীয়রা জানান, আটককৃত মিজান মুন্সি চরমেনাইতে ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন, সেই প্রভাব বিস্তার করে তিনি নানা ধরনের অনৈতিক কার্যক্রম চালিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। এমনকি তার এই কাজে চরমোনাই ইউনিয়ন ছাত্রলীগের পদধারী শীর্ষ এক নেতা সহযোগীতা করে থাকেন।








































