বিএনপি নেতা রিজভী আটক
ডিসেম্বর ০৭ ২০২২, ১৭:৪৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে তাকে বিএনপি কার্যালয় থেকে বের করে নিয়ে আসেন পুলিশের কর্মকর্তা বিপ্লব কুমার।
বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে বিএনপি কার্যালয়ে প্রবেশ করে তল্লাশি চালায় পুলিশের একটি দল। পরে বিকেলে সাড়ে পাঁচটার দিকে রুহুল কবির রিজভীকে আটক করে নিয়ে যায়।
এদিকে বিএনপি কার্যালয়ের সামনের রাস্তাসহ পল্টন এলাকায় বর্তমানে হাজারেরও বেশি পুলিশ সদস্য অবস্থান করছেন। তারা টিয়ারশেল ছুড়ে বিভিন্ন অলিগলিতে অবস্থানরত বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালাচ্ছেন। রিজভীর পাশাপাশি ঘটনাস্থল থেকে আকেজনকে আটক করতে দেখা গেছে পুলিশকে। সে সময় ওই ব্যক্তি দাবি করেন যে, তিনি ভাড়ায় মোটরসাইকেল চালান।
এদিন বিকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ ও নেতাকর্মীদের সংঘর্ষ চলে। সংঘর্ষে মকবুল হোসেন নামে একজনের নিহতের খবর পাওয়া গেছে। ওই ঘটনায় ১৫ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এছাড়াও আরও অর্ধশতাধিক আহত হয়েছে বলে জানান বিএনপি ও পুলিশের পক্ষ থেকে।
বুধবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রচার সম্পাদক মুস্তাফিজুর রহমান রুমি জানান, বিএনপি পার্টি অফিসের সামনে রাস্তায় শটগানের গুলিতে আহত হয়ে পড়েছিলেন ওই যুবক। তখন তাকে কয়েকজন মিলে ধরাধরি করে হাসপাতালে নিয়ে আসেন। তার নাম মকবুল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আ/ মাহাদী








































