রাঙ্গাবালীতে ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্ধ
নভেম্বর ২০ ২০২৫, ১৭:২২
পটুয়াখালীর রাঙ্গাবালীতে নদী ও সমুদ্র মোহনায় দীর্ঘদিন ধরে ছোট ফাঁসের অবৈধ জাল দিয়ে ধ্বংস করা হচ্ছিল মৎস্য সম্পদ ও সামুদ্রিক জীববৈচিত্র্য। বিষয়টি নিয়ে গত সপ্তাহে সময় টেলিভিশনে প্রচারিত হয় অনুসন্ধানী প্রতিবেদন। এর পরই নড়েচড়ে বসে প্রশাসন।
বুধবার (১৯ নভেম্বর) সকালে রাবনাবাদ ও আগুনমুখা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে রাঙ্গাবালী উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন। অভিযানে জব্দ করা হয় প্রায় ৫০ হাজার মিটার নিষিদ্ধ বেহুন্দি ও সূঁইজাল। পরে ফুলখালী স্লুইস গেট এলাকায় জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এসব অবৈধ জাল।
তিনি বলেন, ‘মৎস্য সম্পদ রক্ষা করতে হলে শুধু অভিযানই নয়, প্রয়োজন নিয়মিত নজরদারি ও জনসচেতনতা। আমরা অবৈধ জাল ব্যবহারকারীদের আইনের আওতায় আনতে কঠোর অবস্থানে আছি।’








































