ঝালকাঠিতে ছাত্রলীগের বাসে বোমা নিক্ষেপ ॥ আহত ৬
ডিসেম্বর ০৬ ২০২২, ২৩:১২
এস এম রাজ্জাক পিন্টু, ঝালকাঠি ॥ ঝালকাঠির ব্র্যাকমোড় সংলগ্ন বিশ্বরোডের ব্রীজের উপর ছাত্রলীগ বহনকারী দুটি বাসের উপর বোমা নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৬ জন ছাত্রলীগের কর্মী আহত হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু জানায়, তারা দুটি বাসে করে ঢাকায় কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসুচি পালন শেষে নিজ শহর ঝালকাঠি আসে, মঙ্গলবার রাত সোয়া ৯ টার সময় অজ্ঞাত ব্যক্তিরা ককটেলে নিক্ষেপ করলে বাসে জানালার পাশে থাকা ছাত্রলীগের কর্মী সিয়াম, মারুফ, সাইদ, লালচান, আলিফ ও সিয়াব আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর পরই ছাত্রলীগের নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে মহাসড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে সেখান থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা সরে যায়।
বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠির থানার অফির্সাস ইনর্চাজ মো: নাছির উদ্দিন বলেন বোমা নিক্ষেপের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে বোমা নিক্ষেপের খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন ঝালকাঠি’র পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুল।








































