ভাণ্ডারিয়ায় জাতীয় পার্টি-জেপি আনোয়ার হোসেন মঞ্জু এমপির সুস্বাস্থ্য কামনায় দোয়া
ডিসেম্বর ০৫ ২০২২, ১৮:৪৪
ভাণ্ডারিয়া প্রতিনিধি ॥ গত রবিবার ৪ ডিসেম্বর জাতীয় পার্টি- জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রাজনীতির গৌরব ও উন্নয়নের ৩৮বছর পূর্ণ হওয়ায় দিবসটি ব্যপক উৎসাহ ও উদ্দি¦পনায় এবং বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয়।
এ উপলক্ষে উপজেলা জাতীয় পার্টি- জেপি অঙ্গসংগঠনের উদ্যোগে বিকালে হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে এক বর্ণাঢ্য র্যালি জেপির উপজেলা দলীয় কার্যালয় প্রাঙ্গন থেকে বের করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভা , মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত শেষে কেক কাটা হয়।
আলোচনা সভায় জেপির উপজেলা সিনিয়র সহসভাপতি ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরোয়ার জোমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেপির উপজেলা সভাপতি এবং সাাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার।
এছাড়াও বক্তব্য রাখেন, জেপির উপজেলা সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সহÑসভাপতি ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, ভিটাবাড়িয়া ইউনিয়ন জেপির সভাপতি মো. রেজা আহম্মেদ দুলাল, যুবসংহীত উপজেলা সদস্য সচিব মো. মামুনুর রশিদ সরদার প্রমুখ।
ভিটাবাড়িয়া ইউনিয়ন জেপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান সাব্বিরের সঞ্চলানায় এসময় অন্যান্যের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ইন্দুরকানী উপজেলা জেপির সহসভাপতি মো. কাওছার আহম্মেদ দুলাল, কাউখালী উপজেলা জেপির সাধারণ সম্পাদক মঞ্জজুরুল মাহফুজ পায়েল, ভাণ্ডারিয়া উপজেলা জেপির সাংগঠনিক সম্পাদক মো.শফিকুল আলম খোকন সিকদার,সহ সাধারণ সম্পাদক শাহারিয়ার হোসেন দুলাল মল্লিক, মো. ফিরোজ আলম, দপ্তর সম্পাদক প্রভাষক মো. গিয়াস উদ্দিন বাবুল,স্বেচ্ছা সেবক পার্টির উপজেলা সভাপতি মো. মনির হোসেন সরদার, ছাত্রসমাজের আহবায়ক মো. মেহেদী হাসান রাজু,সদস্য সচিব মাহাবুব শরীফ শুভসহ ভাণ্ডারিয়া,কাউখালী,ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি- জেপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও ভাণ্ডারিয়া বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সাবেক সফল মন্ত্রী, জাতীয় পার্টি- জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি ১৯৮৪সালে ভাণ্ডারিয়ায় আসেন। তিনি আসার পরে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের ৩৮বছরে এই ভাণ্ডারিয়া, কাউখালী ও ইন্দুরকানী সহ দক্ষিণ জনপদের প্রত্যত্ত অঞ্চলে বিদ্যুৎ ,গ্রামীণ অবকাঠামো,শিক্ষা,স্বাস্থ্যসহ সকল সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন চলমান রয়েছে । ৩৮বছর পূর্বে অবহেলিত ছিল , আনোয়ার হোসেন মঞ্জু তার নির্দেশে এলাকার মানুষ ঐক্যবদ্ধ থাকায় উন্নয়ন করা সম্ভব হয়েছে।
আগামীতেও আপনারা এক থাকবেন এবং আনোয়ার হোসেন মঞ্জু তার জন্য দোয়া করবেন। তিনি যেন ভবিষ্যতেও ভাণ্ডরিয়া সহ দক্ষীণাঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারে ইনশাল্লাহ। পরে জাতীয় পার্টি- জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. হায়দার আলী খান।








































