বরিশালে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে র‍্যালি

ডিসেম্বর ০৫ ২০২২, ১৪:৩৯

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে বরিশালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর সিএন্ডবি রোডর বিএডিসি সেচ কমটেক্স চত্ত্বর থেকে এ উপলক্ষে এক বণার্ঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের বিএডিসি সেচ কমটেক্সে গিয়ে শেষ হয়।

 

পরে বিএডিসি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল মারুফ। বরিশাল মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এ কে এম আমিনুল ইসলাম আকনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোসাম্মৎ মরিয়ম।

কৃষি তথ্য সার্ভিস কর্মকর্তা নাহিদ বিন রফিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষি উন্নয়ন কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী, বাংলাদেশ বেতার আঞ্চলিক পরিচালক মো. আনছার উদ্দিন, আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, কৃষি বিপণন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মাহবুব আলম ও কৃষক প্রতিনিধি মো, গিয়াস উদ্দিন লিটুসহ অন্যান্যরা।

 

আলোচনা সভায় বক্তারা মাটির স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্ব দিয়ে অনাবাদি জমিকে চাষ যোগ্য করে দেশের খাদ্য ঘাটতি সমস্যা দূরকরনে প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভায় কৃষি সংশ্লিষ্ট ও বিপণন কর্মকর্তা সহ কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও