জয়ের জন্মদিনেই কেন বেবি বাম্পের ছবি প্রকাশ করেছিলেন বুবলী!

ডিসেম্বর ০৫ ২০২২, ১১:৩১

বিনোদন ডেস্ক: শাকিব খানের সঙ্গে বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সম্পর্ক ভালো যাচ্ছে না শাকিব খান ও বুবলীর। কিছুদিন ধরে পাল্টাপাল্টি মন্তব্য করছেন দুজনে। এসব মন্তব্যের ভেতরেই বুবলী এড়িয়ে চলছিলেন গণমাধ্যম। এবার গণমাধ্যম কর্মীদের এড়িয়ে চলার জবাব দিলেন বুবলী। শুধু তাই নয়, ভিডিও বার্তায় বুবলী জানালেন, তার সন্তানকে নিয়ে সংগ্রাম, শাকিব খানের সঙ্গে তার সম্পর্ক ও তার প্রতি অপু বিশ্বাসের অভিযোগের বিষয়ে।

 

বুবলীকে এক তরফাভাবে দোষী করার বিষয়ে তিনি বলেন, ‘কোনো একটা ঘটনায় কেউ শতভাগ ভুল আবার কেউ শতভাগ নির্ভুল- এটা কি কখনো হয়? শতভাগ নির্ভুল- আসলে কতটা হয় আমি জানি না। ২০১৬ সালে আমি যখন শাকিব খানের সঙ্গে কাজ শুরু করি তখন ওনার আগের কোনো সম্পর্ক ছিল কিনা সেটা আমি জানতাম না। এমনকি পুরো বাংলাদেশের কেউই সেটা জানতো না।’

শবনম বুবলী, অপু বিশ্বাস ও আব্রাম খান জয়।
অপু বিশ্বাস ফোনে আমার সঙ্গে বাজেভাবে কথা বলেছিলেন: বুবলী

অপু বিশ্বাসের ছেলে জয়ের জন্মদিনে প্রকাশ হয় বুবলীর বেবি বাম্পের ছবি। এই বিষয়ে বুবলী বলেন, ‘অনেকেই প্রশ্ন করেন যে জয়ের জন্মদিনে কেন আমি বেবি বাম্পের ছবি দিলাম? দেখুন, আমি সবসময় জয়ের বিষয়গুলো শাকিব খানকে পজিটিভলি দেখতে বলি। যারা তার আশেপাশে আছেন তারা সবাই জানেন এটা। আর জয় কোথায় পড়বে? তাকে নিয়ে নানা পজেটিভ ভাবনা আমি শাকিব খানের সঙ্গে শেয়ার করেছি। তো জয়ের জন্মদিনে আমার বেবি বাম্পের ছবি প্রকাশের ব্যাপারটা এমনিতেই হয়ে গেছে। অতকিছু চিন্তা ভাবনা করে ছবিটি পোস্ট করিনি।’

 

তিনি আরও বলেন, ‘আমি যদি ভুল না করি তাহলে জয় এবার ৬ বছরে পড়েছে। এর আগেও অনেকগুলো জন্মদিন গিয়েছে ওর। কিন্তু আমি তো তার কোনো বার্থডেতেই এমন কিছু করিনি বা রিয়েক্ট করি নাই। সবসময় তার জন্য আমি ভালোবাসা দিয়ে এসেছি। হয়তোবা আপনাদের সামনে সেটা প্রকাশ করা হয়নি। গত বছর বা তার আগের বছরেও তো করিনি। তখন তো আমার নিজের সন্তানই ছিল। আমি শুধু আমার বেবি বাম্পের ছবি পোস্ট করেছিলাম, কারও বিরুদ্ধে কিছু বলিনি, এমনকি শাকিব খানের বিরুদ্ধেও কিছু বলিনি। আমি আমার ইমোশনের জায়গা থেকে একটা জিনিস শেয়ার করেছিলাম। তো এটা আসলে অন্য কোনো বিষয় না।’

উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই গোপনে বিয়ে করেন শাকিব খান ও শবনম বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্রসন্তান বীর। কিন্তু সবকিছুই গোপন রেখেছিলেন তারা। এ বছরের ৩০ সেপ্টেম্বর বুবলী শাকিব খানের সঙ্গে বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আনেন। আর তারপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে চলছে কানাঘোষা। শোনা যাচ্ছে ইতোমধ্যে বিচ্ছেদও হয়ে গেছে তাদের।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও