সাগরে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, ঝড়-বৃষ্টির সম্ভাবনা
ডিসেম্বর ০৪ ২০২২, ১১:৪০
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তত্সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ফলে আগামী দু’তিন দিনে ঝড়-বৃষ্টি হতে পারে।
রোববার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় সোমবার (৫ ডিসেম্বর ) পর্যন্ত অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে নদী-অববাহিকায় হালকা কুয়াশা পড়বে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, বেশ কিছু দিন ধরেই উত্তরের জেলা পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস ও কুয়াশা থাকার কথা থাকলেও তাপমাত্রা রেকর্ড হচ্ছে ২৮-৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বুধবার বিকেল ৩টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যার পর থেকে বেশ শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রা অনেক নিচে নেমে এসেছে বলে মনে হচ্ছে। সকাল ৯টা পর্যন্ত কনকনে শীত অনুভব হচ্ছে। সকাল ১০টা থেকেই বাড়তে থাকে তাপমাত্রা। সন্ধ্যার পর থেকে আবার শীতের পারদ নেমে আসে। চলে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ ঢাকা পোস্টকে বলেন, আজ ভোর ৬টায় ১২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হলেও সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২.২ ডিগ্রি সেলসিয়াস।
আ/ মাহাদী








































