আলভারেসের গোলে শেষ আটের পথে আর্জেন্টিনা
ডিসেম্বর ০৪ ২০২২, ০২:৩৩
৫৭ মিনিটে বল রিসিভ করতে গিয়ে চাপের মুখে পড়েন অস্ট্রেলিয়ান গোলকিপার। আলভারেস তার কাছ থেকে বল কেড়ে নিয়ে দারুণ এক শটে গোল এনে দেন আর্জেন্টিনাকে। এর আগে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচেও গোল করেছিলেন এই স্ট্রাইকার। ২০০৬ বিশ্বকাপে হার্নান ক্রেসপোর পর বিশ্বকাপে নিজের প্রথম দুই ম্যাচেই (শুরুর একাদশে থেকে) গোল করা প্রথম আর্জেন্টাইন ফুটবলার আলভারেস।
বিস্তারিত আসছে








































