`একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে’

নভেম্বর ১১ ২০২৫, ২২:৩৭

মুলাদী প্রতিনিধি: বরিশালের মুলাদীতে গতকাল ১১ নেভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় মুলাদী প্রেসক্লাব শাহজাহান মাহমুদ হল রুমে মুলাদী উপজেলা সাংবাদিকদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) সংসদীয় আসনে কেন্দ্রঘোষিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মুলাদী উপজেলার প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি অধ্যক্ষ মু. আব্দুল্লাহ আহাদ। মতবিনিময়কালে অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, সাংবাদিকগণ জাতীর বিবেক ও দর্পন আপনাদের লেখনির মাধ্যমেই সমাজের বিভিন্ন সমস্যা ফুটে উঠে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেগুলো সমাধানের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার জন্য চেষ্টা করে। “সকল রাজনৈতিক দল মিলে এই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

এজন্য প্রয়োজন একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন। সরকার যে সময়সীমা নির্ধারণ করেছে, সেই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি।” তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনকে কেবল ভোট চাওয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে জনগণের কল্যাণে কাজ করাই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য। প্রার্থীতা প্রসঙ্গে: জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে তাকে বরিশাল-০৩ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্তে ব্যক্তিগত ইচ্ছার সুযোগ নেই। দল যাকে মনোনয়ন দেয়, তাকেই জনগণের সেবার জন্য প্রার্থী হিসেবে দায়িত্ব নিতে হয়।

অধ্যক্ষ বাবর মুলাদী-বাবুগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে মানুষের দুঃখ-কষ্ট ও এলাকার উন্নয়ন-অবকাঠামোর বাস্তব চিত্র তুলে ধরেন বলেন, অনেক প্রত্যন্ত অঞ্চলে এখনো মৌলিক সুযোগ-সুবিধার অভাব রয়েছে। তিনি অঙ্গীকার করেন, নির্বাচনের জয়-পরাজয় যাই হোক, জনগণের কল্যাণে কাজ করা তাদের দায়িত্ব। সভা শেষে অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এলাকার সার্বিক উন্নয়নে তাদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহ-সেক্রেটারি সেক্রেটারী মাওলানা মোঃ আব্দুল মোতালেব, পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন মুলাদী উপজেলা সভাপতি মোঃ আলাউদ্দিন প্যাদা, ব্যবসায়ী সংগঠনের সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুলাদী উপজেলার সভাপতি মোঃ হামীমসহ উপজেলা জামায়াতের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ। এছাড়াও মুলাদী উপজেলার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও