মুখোশের আড়ালে ফের সক্রিয় ‘নিষিদ্ধ’ আ’লীগের অনুসারীরা
নভেম্বর ১০ ২০২৫, ২০:৩৫
রাজনৈতিক নিষেধাজ্ঞার মধ্যেও ময়মনসিংহের রাজপথে আবারও দেখা গেল পুরনো মুখ। সোমবার সকালে ও দুপুরে দুই দফায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের ব্যানারধারীরা। তবে এবার তারা ছিল অন্য রূপে-মুখে মাস্ক, মাথায় হেলমেট, হাতে পতাকা।
সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দিঘারকান্দা এলাকায় ১৫-২০ জন তরুণের একটি দল আচমকা স্লোগান দিতে দিতে রাস্তায় নামে। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যানারে লেখা ছিল বাংলাদেশ ছাত্রলীগ, ময়মনসিংহ জেলা শাখা-যে সংগঠনের কার্যক্রম গত বছর জুলাই সনদের পর থেকে নিষিদ্ধ রয়েছে।
মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক আদিত্য আহমেদ পলাশ, যিনি সাবেক মেয়র ইকরামুল হক টিটুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
দুপুরে একই মহাসড়কে আরেকটি ঝটিকা মিছিল হয় আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখা-র ব্যানারে। যদিও মিছিলের অধিকাংশই ছিলেন একই ছাত্রলীগের নেতাকর্মী। এই দফায় নেতৃত্বে ছিলেন ফাহিম শাহরিয়ার অনন্ত, সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্তর অনুসারী হিসেবে পরিচিত।
দুপুরের সূর্যের তাপে ঝলসে যাওয়া সড়কে এই দুই দলের ব্যানারে স্লোগান ছিল এক-জয় বাংলা, জয় নৌকা-তবে তাদের পেছনে ছিল আইনভঙ্গের ছায়া।
স্থানীয় দোকানপাট তখন দ্রুত বন্ধ হয়ে যায়, পথচারীরা ছুটে আশ্রয় নেয় পাশের গলিতে। অনেকেই মোবাইলে ভিডিও ধারণ করেন, কিন্তু কেউ মুখ খুলতে চাননি।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, মিছিলের খবর আমরা পেয়েছি। কারা নেতৃত্ব দিয়েছে বা কারা অংশ নিয়েছে তা যাচাই চলছে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে অভিযান চলছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঝটিকা মিছিল শুধু সংগঠনের ‘ছায়া প্রত্যাবর্তন’ নয়, বরং ক্ষমতাকেন্দ্রের প্রতি আনুগত্য দেখানোর নতুন কৌশলও হতে পারে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে হেলমেট পরে নামা যেন এক প্রতীক-‘রাজনীতি নিষিদ্ধ, কিন্তু প্রভাব নয়।’
রাজপথের এই অঘোষিত প্রদর্শন একদিকে প্রশাসনের নিয়ন্ত্রণক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে, অন্যদিকে ময়মনসিংহের রাজনীতিতে নতুন অস্থিরতার বার্তাও দিচ্ছে।








































