রাষ্ট্রপতির কাছ থেকে জুলাই সনদ নেয়ার চেয়ে নদীতে ডুবে মরা ভালো-ভোলায় হাসনাত আবদুল্লাহ

নভেম্বর ০২ ২০২৫, ১৮:৪৮

রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিনের কাছ থেকে জুলাই সনদ নেয়ার চেয়ে নদীতে ডুবে মরা ভালো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর থেকে জুলাই সনদ নেয়ার বিষয়টি যদি ২৪ এর গণঅভ্যুত্থানে নিহত শহীদদের পরিবার কিংবা আহতদের পরিবার যদি জানতে পারে তাহলে তারা আত্মহত্যা করবে। তার থেকে জুলাই সনদ নেওয়ার চেয়ে নদীতে ডুবে মরা ভালো হবে।’

শনিবার (২ নভেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ হল রুমে আয়োজিত এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জনগণের চাহিদা ও প্রত্যাশা পূরণে কাজ করছে। জনগণের আকাঙ্খা থেকেই এনসিপির শাপলা মার্কার চাহিদা উঠে এসেছে। ২৪-এর গণঅভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষই চায় এনসিপির মার্কা শাপলা হোক। তাই আগামী নির্বাচনে শাপলার ‘কলি’ নয় ‘শাপলাই’ এনসিপির মার্কা হতে হবে।

তিনি আরও বলেন, দেশের সংবিধানিক যে দূর্বলতা, তা উত্তরণে যারা এনসিপির সঙ্গে একমত থাকবে তাদের সঙ্গে এনপিপির জোট হতে পারে।

ভোলার চিকিৎসা ব্যবস্থা, ভোলা-বরিশাল সেতু, ভোলার গ্যাস নিয়ে ভোলাবাসীর দাবীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে অবহেলিত ভোলাবাসীর এই দাবী গুলো যৌক্তিক। আগামী দিনে ভোলাবাসীর যৌক্তিক দাবি আদায়ের জন্য রাজপথের আন্দোলনে পাশে থাকবে এনসিপি।’

এছাড়াও ভোলায় গতকাল বিজেপি-বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্য ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, ‘রাজনৈতিক মাঠে পেশি শক্তির ব্যবহার থেকে দূরে সরে আসতে হবে।’

এ সময় এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডাঃ মাহমুদা আলম মিতু, কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. আব্দুল্লাহ ফয়সাল মামুনসহ ভোলার জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও