বাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের অনশন
অক্টোবর ২৬ ২০২৫, ১৭:৩০
বরিশাল ॥ বরিশাল সরকারি বি,এম, কলেজ ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে আমরন অনশনে বসেন।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে সরকারি বি এম কলেজের শিক্ষার্থীদের ব্যানারে (বাকসু) নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে আমরন অনশনে বসেন। এর ৪/৫ দিন আগে তারা বিক্ষোভ প্রদর্শন করে এবং তালা ঝুলিয়ে দেয়।
শিক্ষার্থীরা এবছর আগষ্ট ও সেপ্টেম্বর মাস জুড়ে বাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করেছিল।
৪/৫ তার পূনরায় আন্দোলন শুরু করে তাদের দাবিগুলো মেনে ণেয়ার জন্য আল্টিমেটাম দিয়ে ছিল। সেই সময়ের মধ্যে কোন সুরাহা না হওয়ায় আজ দুপুরে তারা আমরণ অনশনে বসে।
বরিশাল
২৬-১০-২০২৫








































