উজিরপুরে যৌথ বাহিনীর অভিযানে ১ টি পিস্তল, ৩ রাউন্ড গুলি উদ্ধার 

অক্টোবর ২১ ২০২৫, ১০:৫৬

উজিরপুর প্রতিনিধি: ঢাকায় মাদক মামলায় গ্রেপ্তার হওয়া আসামির বরিশালের উজিরপুরের গ্রামের বাড়ি থেকে বিদেশি তৈরি একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। উজিরপুর সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার দক্ষিণ শোলক গ্রামে অভিযান চালিয়ে ওই পিস্তল উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুস সালাম। ওসি জানান, ঢাকায় মাদক মামলায় গ্রেপ্তার হওয়া রফিক হাওলাদার (পিতা: মৃত মোকসেদ হোসেন) বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ শোলক গ্রামের বাসিন্দা।

জিজ্ঞাসাবাদে রফিক স্বীকার করেন, তার গ্রামের বাড়ির তালাবদ্ধ ঘরের একটি ট্রাংকের মধ্যে একটি পিস্তল লুকিয়ে রাখা আছে। পরে তার দেওয়া তথ্যমতে, বরিশাল ক্যাডেট কলেজ ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে ট্রাংকের ভেতর থেকে ম্যাগাজিনসহ তিন রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র সেনাবাহিনীর হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও