সম্পূর্ন অরাজনৈতিক সংগঠন এই শ্লোগান নিয়ে বরিশালে প্রেস ব্যবসায়ীদের নিয়ে গঠিত হলো বরিশাল মুদ্রণ সংশ্লিষ্ট ব্যবসায়ী সমবায় সমিতির আহ্বায়ক কমিটি। গতকাল সোমবার বরিশাল নগরীর নাজেমস্ রেস্তোরাঁয় এক প্রস্তুতি সভায় মুক্ত আলোচনা শেষে সবার মতামত নিয়ে দুই বছরের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
দুই বছরের জন্য কমিটিতে যাদের নির্বাচিত করা হয়েছে তারা হলেন আহ্বায়ক মোঃ আলী হোসেন,যুগ্ম আহ্বায়ক সুমন ঘোষ, আল মামুন, সদস্য সচিব তারেক হোসেন, উজ্জল সিকদার, যুগ্ম সদস্য সচিব হেমায়েত উদ্দিন।
উপদেষ্টারা হলেন, আ.ন.ম আব্দুল হাই, মোঃ আমিরুল ইসলাম, সুলতান আহম্মেদ তালুকদার, জাহাঙ্গীর হোসেন কবির, অম্লান রায়। আহ্বায়ক কমিটিতে যাদের সদস্য রাখা হয়েছে অংকন, চন্দ্র শেখর মন্ডল,শাহ আলম হাওলাদার, তরিকুল ইসলাম,বেল্লাল হাওলাদার,মহিউদ্দিন, মোঃ শাহ্ আলম, কে এম মাসুদ, মনির হোসেন, আব্দুল কাদের, মোঃ ইকবাল হোসেন প্রমূখ।