আজানের মধ্যেই ইমামের টাকা নিয়ে গেল চোর
অক্টোবর ২০ ২০২৫, ১৯:১৪
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ যোহরের নামাজের জন্য মসজিদে আজান দিচ্ছিলেন ইমাম। এই সুযোগে মসজিদে ঢুকে ইমামের কক্ষ থেকে টাকা চুরি করে নিয়েছে চোর। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার বড়কসবা কাজী আব্দুল আউয়াল শাহী জামে মসজিদে। মসজিদটির অবস্থান ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক নারী জানিয়েছেন, আমি ভেবেছিলাম মসজিদে নামাজ আদায়ের জন্য মুসল্লি ঢুকছে। পরবর্তীতে জানতে পারি আজানের মধ্যেই ইমামের টাকা চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত ওই চোর।
সোমবার দুপুরে মসজিদের ইমাম মাওলানা মেহেদী হাসান জানিয়েছেন, আমি দীর্ঘদিন যাবত আব্দুল আউয়াল শাহী জামে মসজিদে ইমাম হিসেবে কর্মরত আছি। দুপুর একটার দিকে মসজিদে যোহরের আজান দিচ্ছিলাম। এরইমধ্যে এক চোর মসজিদে প্রবেশ করে।
পরবর্তীতে আমার কক্ষে ঢুকে পাঞ্জাবির পকেট থেকে তিন হাজার ঢাকা চুরি করে নিয়ে যায়। তিনি আরও জানান, আমার কক্ষে প্রবেশের বিষয়টি গ্লাসের মাধ্যমে দেখতে পেলেও আজান ছেড়ে ওই চোরকে ধরতে যাওয়া সমীচিন মনে করিনি। তবে আজান শেষ হওয়ার পর অনেক খোজাখুজি করেও চোরকে পাওয়া যায়নি। গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন বিষয়টি জানা নেই। তবে এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।








































