ঢাকা-বরিশাল মহাসড়কের ব্রিজে ফাটল

অক্টোবর ১৯ ২০২৫, ১৬:০৫

বরিশাল ॥ সড়ক পথে দক্ষিণাঞ্চলে যাতায়াতের একমাত্র ব্যস্ততম ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল বাসষ্ট্যান্ডের ব্রিজে ফাটল দেখা দিয়েছে। এতে করে ভারি যানবাহন চলাচল সম্পূর্ন ঝুকিপূর্ন হয়ে পরেছে। দূর্ঘটনা এড়াতে সড়ক বিভাগ ব্রিজটি মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মহাসড়কের বামরাইল বাসষ্ট্যান্ডের ব্যবসায়ীরা জানিয়েছেন, গত কয়েকদিন যাবত মহাসড়কের বামরাইল বাসষ্ট্যান্ডের ব্রিজের নিচের দক্ষিণ অংশে ফাটল দেখা দিলে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়।

পরবর্তীতে সড়ক ও জনপদ বিভাগের দায়িত্বপ্রাপ্তরা গত দুইদিন যাবত ব্রিজের নিচে ফাটল অংশে বালুর বস্তা দিয়ে গার্ডার নির্মানের কাজ শুরু করেন।
স্থানীয়রা আরও জানিয়েছেন, ব্রিজটি বহুবছরের পুরানো। ব্রিজের দুই পাশেই গতিরোধক রয়েছে। যেকারনে যানবাহন চলাচলের সময় ব্রিজের ওপর চাঁপ পরে বেশি। ধারনা করা হচ্ছে, ভারি যানবাহনের চাঁপ সইতে না পেরে পুরনো ব্রিজে ফাটল দেখা দিয়েছে।

এ রুটে চলাচল করা মোটরসাইকেল চালক মো. নাসির উদ্দিন বলেন-ব্রিজের পাশ্ববর্তী এলাকায় কোন বিকল্প সড়ক না থাকায় ঝুঁকিপূর্ণ ব্রিজের ওপর দিয়েই সকল যানবাহন চলাচল করতে হচ্ছে। বিষয়টি জরুরি ভিত্তিত্বে স্থায়ীভাবে সমাধানের জন্য তিনি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

ব্রিজে ফাটল ধরার কথা স্বীকার করে বরিশাল সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহিন খান বলেন, বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিকভাবে উর্ধ্বতন কর্মকর্তারা ঝুঁকিপূর্ন ব্রিজটি পরিদর্শন করেছেন। পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ব্রিজের নিচের ফাটল অংশে বালুর বস্তা দিয়ে গার্ডার নির্মান করে ঝুঁকিমুক্ত করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও