বরিশালের ঝুঁকিপূর্ণ শাকুর ম্যানশন উচ্ছেদ
অক্টোবর ১৭ ২০২৫, ২০:৫১
পরবর্তীতে পুনঃনোটিশ দিয়ে বাড়ির ও দোকানের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই প্রেক্ষিতে আজকের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
ভবনটিতে নিচ তলায় তিনটি দোকান এবং দুই তলায় মালিক বসবাস করতেন। ইতিমধ্যেই নগরীতে ৩৫টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে সিটি কর্পোরেশন। নগরীতে ইতিমধ্যে তিনটি ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে অপসারণের কাজ সম্পন্ন হয়েছে। বাকি ভবনগুলো পর্যায়ক্রমে অপসারণ করা হবে।
দীর্ঘ সময় পরে সদর রোডের ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে ফেলায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন এবং সিটি কর্পোরেশন ও গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন।
বরিশাল সিটি কর্পোরেশনের উচ্ছেদ শাখার কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, বর্তমান প্রশাসক মো. রায়হান কাওছারের নির্দেশে উচ্ছেদ শাখা ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা অনুযায়ী শাকুর ম্যানশন ভেঙে ফেলার অভিযান পরিচালনা করেছে। পরবর্তী সময়ে বাকি ঝুঁকিপূর্ণ ভবনগুলিতেও পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চালানো হবে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যানার টাঙানো হবে।








































