বরিশালে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
অক্টোবর ১৫ ২০২৫, ১৭:০৭
“হাত ধোয়ার নায়ক হোন”এ স্লোগানে বরিশালে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১২ টায় বরিশাল জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে যৌথ আয়োজন সার্কিট হাউস চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বেলুন-ফেস্টুন উড়িয়ে বিশ্ব হাত ধোয়া দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সেখান থেকে একটি র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষ হয়।
পরে হাত শিক্ষার্থীদেও ধোয়ানোর কৌশল শেখানো হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ইমরান তরফদার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।








































