বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
অক্টোবর ১৫ ২০২৫, ১৭:০৪
বরিশাল ॥ সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন এই স্লোগান নিয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার দুপুরে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বরিশালে জেলা প্রশাসন এবং সমাজসেবা অধিদফতর, প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্র এর আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ কে এম আক্তারুজ্জামান তালুকদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বরিশাল মোঃ শরিফ উদ্দীন, পরিচালক বিভাগীয় কার্যালয় সমাজসেবা অধিদফতর বরিশাল শাহ মোঃ রফিকুল ইসলামস, জেলা সমাজসেবা কার্যলয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ সহ দৃষ্টি প্রতিবন্ধীরা।
অতিথিরা বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। এবং দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে স্মার্ট সাদাছড়ি বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।








































