অন্ত:স্বত্ত্বা প্রেমিকার ওপর হামলার অভিযোগ

অক্টোবর ১৪ ২০২৫, ১৮:৫০

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদীতে তিনমাসের অন্ত:স্বত্ত্বা প্রেমিকার ওপর প্রেমিক পরিবারের লোকজন হামলা চালিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার খাঞ্জাপুর গ্রামে নির্যাতিতা তরুনির প্রেমিকের বাড়িতে এই ঘটনা ঘটে। এঘটনায় ওইদিন বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

নির্যাতিতা তরুনি অভিযোগ করে করে বলেন, একই গ্রামের পার্শ্ববর্তী বাড়ির মোকতার শরীফের ছেলে ইসমাঈল শরীফের সঙ্গে গত চার বছর যাবত আমার প্রেমের সম্পর্ক চলছে। এরইমধ্যে আমার পরিবার আমাকে অন্যত্র বিয়ে দেয়। বিয়ের পরপরই আমার স্বামী প্রবাসে চলে যায়। এই সুযোগে প্রেমিক ঈসমাইল আমার সঙ্গে যোগাযোগ শুরু করে। একপর্যায়ে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে শারিরিক সম্পর্ক স্থাপন করে আপত্তিকর ভিডিও ধারন করে রাখে।

পরবর্তীতে শারীরিক সম্পর্ক না করলে মোবাইল ফোনে ধারনকৃত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে। এরপর সে (ঈসমাইল) আমার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। এতে আমি অন্ত:স্বত্ত্বা হয়ে পরলে মঙ্গলবার দুপুরে বিবাহের দাবীতে প্রেমিক ঈসমাইলের বাড়িতে যাই। এসময় ঈসমাইলের ভগ্নিপতি আবু বকরের নেতৃত্বে প্রেমিক ঈসমাইলের পরিবারের সদস্যরা আমার ওপর হামলা চালায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আমি ঘটনাস্থল ত্যাগ করে প্রাণে রক্ষা পাই।

এবিষয়ে জানতে অভিযুক্ত ঈসমাইল শরীফের নাম্বারে যোগাযোগ করা হলেও নাম্বার বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি। তবে অভিযুক্তের ভগ্নিপতি আবু বকর হামলার বিষয়টি অস্বীকার করেছেন।

গৌরনদী মডেল থানার মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ছবিসহ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও