জেলেদের দুই দলের সংঘর্ষে ১৫ জন আহত : নিখোঁজ জেলের লাশ উদ্ধার

অক্টোবর ১১ ২০২৫, ২১:৪০

বরিশাল ॥ নিষেধাজ্ঞা চলাকালীন ইলিশ শিকারের সময় জাল ফেলাকে কেন্দ্র করে জেলেদের দুই দলের সংঘর্ষে ১৫ জন আহত ও নদীতে পরে এক জেলে নিখোঁজ হয়েছিলো। শনিবার (১১ অক্টোবর) দুপুরে নিখোঁজ জেলে শাকিল হাওলাদারের (২৫) লাশ বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কালাবদর নদী থেকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মেহেন্দীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নের হাজিরহাট এলাকার কালাবদর নদীতে কয়েকটি ট্রলার নিয়ে জেলেরা মা ইলিশ শিকারে নামেন। ওইসময় জাল ফেলা নিয়ে দুই দলের মধ্যে বাগবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে কমপক্ষে ১৫ জেলে আহত হন। এসময় জেলে শাকিল হাওলাদার নদীতে পরে নিখোঁজ হন। সূত্রে আরও জানা গেছে, শনিবার (১১ অক্টোবর) দুপুরে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় শাকিলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছেন। তথ্যের সত্যতা নিশ্চিত করে মেহেন্দীগঞ্জ থানার ওসি মো. ফখরুল ইসলাম বলেন, অবৈধভাবে ইলিশ শিকারের সময় দুই দল জেলেদের মধ্যে সংঘর্ষে শাকিল হাওলাদার নদীতে পরে নিখোঁজ ছিলেন। শনিবার নদী থেকে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাঙ্গালিয়া এলাকার বাসিন্দা মৃত শাকিল হাওলাদারের ভাই রবিউল ইসলাম বলেন, তার ভাই অন্যান্যদের সাথে নৌকা নিয়ে নদীতে জাল ফেলেছিলেন। এ সময় অন্য একটি দলের জেলেরা একইস্থানে তাদের জাল ফেলতে চায়। এনিয়ে বাগবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষে তার ভাই শাকিল মাথায় আঘাত পেয়ে নদীতে পরে নিখোঁজ হয়। এছাড়া আরও কয়েকজন জেলে আহত হয়।

জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের ফরাজী বলেন, নিষেধাজ্ঞা চলাকালেও অনেক জেলে নদীতে মাছ ধরতে যায়। জাল ফেলা নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা ও বিরোধ তৈরি হয়। তারই জেরে এ সংঘর্ষের পর শাকিল নদীতে পরে নিখোঁজ ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও