বরিশালে বিশ্ব ডিম দিবস পালিত
অক্টোবর ১০ ২০২৫, ১৪:৩৩
“ডিমে আছে প্রটিন, খেতে হবে প্রতিদিন”এ শ্লোগানে বরিশালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় নগরীর নবগ্রাম রোডস্থ বিভাগীয় প্রানী সম্পদ অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে একটি হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে এসে শেষ হয়।
পরে আলোচনায় সভায় বরিশাল বিভাগীয় প্রানী সম্পদ দপ্তরের পরিচালক মোঃ মাহফুজুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় স্থানীয় সরকার পরিচালক খন্দকার আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল, আঞ্চলিক প্রানিসম্পদ রোগ অনুসন্ধান গবেষনাগার প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডাঃ মোঃ নুরুল আলম সহ অন্যরা।








































