সবজির দামে স্বস্তি নেই ক্রেতাদের

অক্টোবর ১০ ২০২৫, ১৪:০৯

রাজধানীর বাজারে টানা চার মাস ধরে সবজির দাম উচ্চ পর্যায়ে স্থির রয়েছে। ক্রেতারা বলছেন, মৌসুম না থাকা বা বৃষ্টিতে ফসল নষ্ট—এসব অজুহাতে বিক্রেতারা লাগামহীনভাবে দাম বাড়িয়ে রেখেছেন। বাজারে শুধু পেঁপে ছাড়া প্রায় সব সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার ঘরে ঘোরাফেরা করছে।

শুক্রবার রাজধানীর নিউমার্কেট ও পলাশী কাাঁচাবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি পটল বিক্রি হচ্ছে ৭০ টাকায়, গোল বেগুন ১৬০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, শসা ৮০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, করলা ১০০ টাকা, মুলা ৮০ টাকা, ধন্দুল ৮০ টাকা এবং ঝিঙা ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি কেজি চিচিঙ্গা ৮০ টাকা, টমেটো ১৩০ টাকা, বরবটি ১০০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা, পেঁপে ৩০ টাকা, ছোট বাঁধাকপি প্রতি পিস ৬০ টাকা, গাজর ১৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, লেবু প্রতি হালি ৪০ টাকা এবং কাঁচা মরিচ প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

বেসরকারি চাকরিজীবী আবুল হোসেন বলেন, “এখন প্রায় প্রতিটি সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার মধ্যে। কিছু কিছু সবজির দাম এর চেয়েও বেশি। বিগত চার মাস ধরে অতিরিক্ত দামে সবজি বিক্রি হচ্ছে। আগে এক কেজি সবজি কিনতাম, এখন বেশি দামের কারণে আধা কেজিতে নামতে হয়েছে। সাধারণ মানুষ খুব কষ্টে আছে।”

ক্রেতা জব্বার মিয়া বলেন, “বিক্রেতারা বলছে, মৌসুম নয় তাই দাম বেশি। কিন্তু চার মাস ধরে এই অজুহাত চলছে। তাহলে মৌসুম কবে আসবে? এত বেশি দাম, তবুও কোনো বাজার মনিটরিং দেখা যায় না।”

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, পরিবহন ব্যয়, খেতের উৎপাদন ব্যয় এবং পাইকারি পর্যায়ের অস্থিতিশীলতার প্রভাবও খুচরা বাজারে পড়ছে। তবে ক্রেতাদের প্রত্যাশা—নতুন মৌসুমের সবজি বাজারে এলেই যেন কিছুটা স্বস্তি ফিরে আসে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও