সংখ্যালঘু গৃহবধূকে মুসলিম বানিয়ে বিয়ে
স্ত্রীকে ফিরে পেতে স্বামীর সংবাদ সম্মেলন
অক্টোবর ০৯ ২০২৫, ১৪:৫৮
প্রেম মানে না কোনো বাধা-বিপত্তি,জাত-ধর্ম। তেমনি এক ঘটনা ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নে। ভালোবাসার মানুষকে পেতে স্বামী ও গর্ভের দুই সন্তানকে রেখে একই এলাকার বিবাহিত মুসলিম ধর্মের মিজানুর রহমান নামে এক ব্যক্তির সাথে হাত ধরে পালিয়ে গিয়ে ধর্ম পরিবর্তন করে মুসলিম পুরুষকে বিয়ে করেন সংখ্যালঘু মনিকা রানী নামে দুই সন্তানের জননী। তবে মনিকা রানী হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহন করে নাম দিয়েছেন ইশরাত জাহান মনি।
দুই ধর্মে নারী-পুরুষ তারা বিবাহিত হয়েও স্বামী-স্ত্রী, সন্তানদের ফেলে গিয়ে ধর্ম পরিবর্তন করে অন্য ধর্মের পুরুষকে বিবাহ করায় ঘটনাটি বেশি কিছু দিন ধরে গোটা বরিশাল জেলার মানুষের মাঝে চলছে নানা প্রশ্ন। সংখ্যালঘু নারী অন্য ধর্মের পুরুষের সাথে পালিয়ে বিয়ে করার বিষয়টি শুনে মনিকার স্বামী অমরেষ প্রতিবাদ ও থানায় একটি অভিযোগ দায়ের করায় একই এলাকার অভিযুক্ত মিজানুর রহমান তার দলবল নিয়ে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে।
পাশাপাশি বিষয়টি চুপ না থাকলে দুই সন্তানকেও প্রানে মেরে ফেলার হুমকি দেয়। ভুক্তাভোগী সংখ্যালঘু অমরেষ বৃহস্পতিবার (৯অক্টোবর) দুপুরে নগরীর সিএন্ডবি রোর্ড এলাকায় বসে নিজে এবং সংন্তানদের জীবনের নিরাপত্তা চেয়ে ও তার স্ত্রী মনিকা রানীকে ফেরত পেতে ছোট মেয়েকে নিয়ে একটি সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অমরেষ আরো বলেন আমাকে প্রানে মেরে ফেলার হুমকি দেওয়ার বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলেও পুলিশ এখনও অভিযুক্তর বিরুদ্ধে নেই নি কোন ব্যবস্থা। তার আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি সবাই জানানো হলো।








































