`পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো দল ফ্যাসিস্ট হতে পারবে না’

সেপ্টেম্বর ২৭ ২০২৫, ২১:০৪

Oplus_131072

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশালের গৌরনদী উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলের পূর্বে সমাবেশে বক্তারা বলেছেন-পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো ভোট নষ্ট হবে না, কোনো দল ফ্যাসিস্ট হতে পারবে না।

অর্থশালী কিংবা সন্ত্রাসীরা কেন্দ্র দখল করে নির্বাচন বানচাল করতে পারবে না। তাই আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। উপজেলা জামায়াতের আমীর মাওলানা আল-আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদের সদস্য অধ্যাপক সাাইফুল ইসলামসহ অন্যান্যরা। শেষে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গৌরনদী বাসষ্ট্যান্ডে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

একইদিন পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ইসলামি আন্দোলন বাংলাদেশ গৌরনদী শাখার সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন সমর্থিত প্রার্থী রাসেল সরদার মেহেদী। এছাড়াও একই দাবীতে খেলাফত মজলিসের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাাবেশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও