তারেক রহমানের নেতৃত্বে আমরা সাম্যের বাংলাদেশ গড়ব- স্বপন

সেপ্টেম্বর ২২ ২০২৫, ০৩:১৩

ফারহান হোসেন, গৌরনদী: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের সকল সম্প্রদায়ের লোকজনকে নিয়ে প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা সাম্যের বাংলাদেশ গড়ব।

বলেন, এই দেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্মীয় কাজকর্ম পালন করতে পারবে।

স্বপন বলেন, “আমরা আওয়ামী লীগের মতো কোনো ফ্যাসিস্ট, গডফাদার বা বেয়াদব তৈরি হতে দেবো না। গৌরনদী-আগৈলঝাড়ায় বিএনপির ভেতরে যদি কেউ এমন চেষ্টা করে, আমি কঠোর হস্তে তাকে প্রতিহত করব। আমরা জাতি ও ধর্ম নির্বিশেষে সকলকে নিয়ে একটি শান্তিময় বাংলাদেশ গড়ে তুলব।”

তিনি আরও বলেন, আসন্ন দুর্গাপূজার সময় ষড়যন্ত্রকারীরা নানা রকম কৌশল অবলম্বন করতে পারে। এজন্য বিএনপির ছাত্রদল ও যুবদলকে সর্বদা সতর্ক থাকতে হবে, যেন কোনো অঘটন সংঘটিত হয়ে বিএনপির কাঁধে দোষ চাপানো না যায়। শহীদ জিয়ার স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়াই আমাদের একমাত্র লক্ষ্য, যেখানে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করবে।

রোববার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটি ও মন্ডপ সমূহের সভাপতি-সম্পাদক বৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল রায় দুলুর সভাপতিত্বে বেলা ১১টায় শুরু হওয়া সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ সফিকুর রহমান স্বপন, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল হালদার এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সজল সরকার।

বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার শান্তনু ঘোষ, সাধারণ সম্পাদক মানিক লাল আচার্য, সহ-সভাপতি প্রেমানন্দ ঘরামী, এবং সুধাম চন্দ্র পাল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও