কারিতাস বাংলাদেশের আয়োজনে
বরিশালে প্রতিবন্ধীদের ‘অধিকার বাস্তবায়নের দাবিতে সভা
সেপ্টেম্বর ১৮ ২০২৫, ১৭:৩২
বরিশাল ॥ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার বাস্তবায়ন, বিভিন্ন সেবা পাওয়ার মাধ্যম, স্বাবলম্বী হওয়া, ইউনিয়ন পর্যায়ে কি সেবা পাবে প্রতিবন্ধীরা সেই বিষয় নিয়ে বরিশাল জেলা-উপজেলার প্রতিবন্ধীদের নিয়ে সমাজ সেব অধিদপ্তরের কর্মকর্তা ও চিকিৎসকদের নিয়ে দিন ব্যাপী আলোচনা সভা করেছেন কারিতাস বাংলাদেশ বরিশাল অঞ্চল।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ) দুপুরে নগরীর সাগরদী কারিতাস অঞ্চলিক কার্যলয়ে বরিশাল জেলা-উপজেলার সমাজসেবা কার্যালয়ের কর্মকতা, উপজেলা স্বাস্থ্য কর্মকতা সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকতা ও বাংলাদেশ প্রবীণ, প্রতিবন্ধী এবং মাদকাসক্ত ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন প্রকল্প (এসডিডিবি) বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বরিশাল অঞ্চলের উদ্যোগে দিনব্যাপী এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিবন্ধীরা বলেন, পদে পদে হয়রানি হতে হয় শারীরিক প্রতিবন্ধীদের।
বোঝা মনে করা হয় তাদের। সরকার মুখে বলে নানা সুবিধা দেয়, কিন্তু বাস্তবে তারা সব পান না। এসব অভিযোগ তুলেছেন বরিশালের প্রতিবন্ধীরা। তারা আরো বলেন, সরকারের সিদ্ধান্ত আছে নতুন করে যাচাই বাছাই করা হবে। ভুয়া কিংবা যারা সুস্থ হয়ে গেছেন তাদের তালিকা হালনাগাদ করা হবে।
কিন্তু তার কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না। সমাজে কোন প্রতিবন্ধী ব্যাক্তি যেন কোন সুবিধা থেকে বঞ্চিত না হয়। প্রতিবন্ধীদের যেন সমাজে অবহেলা না করা হয়। সরকারী ভাবে যেন প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করে তোলা হয়। এমনই দাবি জানিয়েছেন সভায় অংশ নেওয়া প্রতিবন্ধী ব্যক্তিরা।
কারিতাস বাংলাদেশ বরিশাল অঞ্চলিক পরিচালক মিঃ ফ্রান্সিস বেপারীর সভাপতিত্বে ও অঞ্চলিক কর্মকর্তা মি.পল রায় সঞ্চানলয় সভায় প্রধান অতিথি ছিলেন সমাজ অধিদপ্তর বরিশাল জেলা কার্যলয়ের উপপরিচালক এ,কে,এম, আখতারুজ্জামান তালুকদার, বরিশাল সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃএ,কে,এম,কুদরত ই খুদা সহ অনণ্যরা।
ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, প্রবীণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক অন্তর্ভুক্তির প্রচারণামূলক প্রকল্প কারিতাস (এসডিডিবি) বরিশাল অঞ্চলের সহযোগীতায় প্রকল্পের মাধ্যমে দুই শতাধিক প্রতিবন্ধী নারী-পুরুষদের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে তুলেছেন।








































