হাসনাত, সার্জিসকে বরিশালে অবাঞ্ছিত ঘোষনা করেছেন কারিগরি শিক্ষার্থীরা

সেপ্টেম্বর ১৭ ২০২৫, ১৫:১৯

বরিশাল  ॥ সারাদেশের ন্যায় ৭ দফা দাবিতে বরিশালেও ব্লকেড কর্মসূচি করেছে কারিগরি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে মহাসড়ক অবরোধ করে স্লোগানে স্লোগানে নিজেদের দাবি তুলে ধরেন তারা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শুরু একটি বিক্ষোভ মিছিল নিয়ে বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এতে ওই এলাকায় জুড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এসময় অবিলম্বে তাদের ৭ দফা মেনে নেবার দাবী তোলেন। সেইসাথে ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে বক্তব্য দেবার অভিযোগ এনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে বরিশালে অবাঞ্ছিত ঘোষনা করেছেন বিক্ষুব্ধরা।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার আহবায়ক ও কারিগরি ছাত্র আন্দোলনের বরিশালের আহবায়ক ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন,প্রকৌশল অধিকার আন্দোলনের বিরুদ্ধে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, পূর্ব ঘোষিত দাবিগুলোর রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন, প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি রাষ্ট্রপক্ষ কর্তৃক প্রত্যাখ্যানের দাবিসহ নানান দাবি তুলে ধরেন তারা।

পাশাপাশি আগামী ২৪ তারিখ বরিশালের বিভাগীয় মহাসমাবেশের ঘোষনা দেন। আর সেই সমাবেশ থেকে দাবি আদায়ের জন্য কঠোর আন্দোলনে গড়ে তোলার ঘোষনা দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও