‘সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষনা করবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সংগ্রাম পরিষদ’

সেপ্টেম্বর ১৪ ২০২৫, ১৯:৫০

বরিশাল ॥ পেশাগত অধিকার, কর্মসংস্থান ও শিক্ষার মানোন্নয়নে সাত দফা দাবি আদায়ের বিষয়ে কেন্দ্র ঘোষিত বিভাগীয় সমাবেশ করার লক্ষে বরিশাল বিভাগের প্রতিটি জেলার সকল নেতৃবৃন্দের সাথে প্রস্ততিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর আইডিইবি ভবনের সভাকক্ষে বরিশাল জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আইডিইবি বরিশাল জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মোঃ মাহফুজুর আলম মিঠু’র সভাপতিত্বে ও আইডিইবি বরগুনা জেলার সভাপতি নিজাম উদ্দিনের সঞ্চানলয় সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার ছাত্র-শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম কমিটির আহবায়ক মোঃ কাজী মুজিবুর রহমান, ভোলা জেলা আইডিইবি সভাপতি মোঃ ইউনুস, পটুয়াখালী জেলা সংগ্রাম কমিটির আহবায়ক প্রকৌশলী মোঃ কামাল হোসেন, বরিশাল জেলা আইডিইবি’র সদস্য সচিব জেলা মোঃ শাহিন মিয়া, পিরোজপুর জেলা সংগ্রাম কমিটির সদস্য সচিব সৈয়দ মো: মোহসিনুল ইসলাম, পটুয়াখালী জেলার আইডিইবি’র সাধারণ সম্পাদক পিন্টু তালুকদার, আইডিইবি পটুয়াখালী জেলার সদস্য সচিব মোহাম্মদ নাজমুল হাসান মুন্না,

বরিশাল আইডিইবি’র সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোঃ আমির আজম, পিরোজপুর জেলা যুগ্ন আহবায়ক আব্দুল ওয়াদুদ হাওলাদার, পিরোজপুর জেলা আইডিইবি’র সাধারণ সম্পাদক মো:মেহেদী হাসান। এছাড়াও সভার সার্বিক সহযোগিতায় করেন বরিশাল আইডিইবি দপ্তর সম্পাদক প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম প্রমূখ।

প্রস্তুতি সভায় বক্তারা বলেন, দাবি বাস্তবায়নের জন্যই বিভাগীয় সম্মেলনের আয়োজন করা।
আমরা বিভাগীয় সম্মেলনের মাধ্যমে নতুন করে দাবি বাস্তবায়নের জন্য কঠোর আন্দোলন গড়ে তোলার কর্মসূচি ঘোষনা করবো।

বরিশাল
১৪-০৯-২৫

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও