আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ মাদক গ্রেফতার-৩

সেপ্টেম্বর ১৪ ২০২৫, ১৬:০০

আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমান মাদকসহ চিহ্নিত শীর্ষ এক মাদক কারবারিসহ ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেছে।

আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ অলিউল ইসলাম জানান, মাদক বেঁচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার আস্কর গ্রামের চিহ্নিত শীর্ষ মাদককারবারি শাহাদাৎ হোসেন পীযুষ সহ তার দুই সহযোগী শাওন বক্তিয়ার ও ফরিদ বক্তিয়ারকে এলাকাবসীর সহযোগীতায় গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় চিহ্নিত শীর্ষ মাদককারবারি পীযুষের ঘর তল্লাশি করে ৫শ পিচ ইয়াবা ও তার দুই সহযোগী শাওন বক্তিয়ার ও ফরিদ বক্তিয়ারের কাছ ২শ পিচ ইয়াবাসহ মোট ৭শ পিচ ইয়াবা ও ১ কেজি ৮শ গ্রাম গাজা উদ্ধার করা হয়। এ সময় তাদের সাথে থাকা দুটি মটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় আগৈলঝাড়া থানা পুলিশের এস আই মিল্টন মন্ডল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

পুলিশ আরো জানায় জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় স-পরিবারে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন পীযুষ। তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেও ব্যর্থ হয় পুলিশ। তারই ধারাবাহিকতায় শনিবার স্থানীয়দের সহযোগীতায় গ্রেপ্তার করা তাদের।গ্রেফতারকৃতদের রবিবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও