বরিশালে আবাসিক হোটেল পুলিশের অভিযান, আটক ১৬

সেপ্টেম্বর ১১ ২০২৫, ২০:৩৪

নিজস্ব প্রতিবেদক,বরিশাল: বরিশালে পোর্ট রোডের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৮ নারী ও হোটেল স্টাফ সহ ৮ জন পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার কোতোয়ালি মডেল থানার আওতাধীন স্টিমারঘাট ফাঁড়ি ইনচার্জ (আই সি) গোলাম মোঃ নাসিম সাংবাদিক দের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পোর্ট রোডে অবস্থিত পপুলার হোটেলে অনৈতিক কার্যকলাপ চলছে তারই সূত্র ধরে বুধবার রাতে পোর্ট রোড পপুলার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

এবিষয়ে কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, পোর্ট রোড ও লঞ্চঘাট এলাকার আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে। সে মোতাবেক বুধবার রাতে পপুলার হোটেলে অভিযান চালিয়ে ৮ জন নারীও আট জন পুরুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নন-এফআইআর প্রসিকিউশন দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নগরীর কোনো হোটেলেই অসামাজিক কার্যকলাপ চলতে দেওয়া হবে না। কোনো হোটেলের অভিযোগ পেলে অভিযান চালানো হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও